
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : আই সি ইউ থেকে ফের কেবিনেই ফিরে এলেন "কালীঘাটের কাকু" ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। সূত্রের খবর, মঙ্গলবার রাতেই কেবিনে স্থানান্তরিত করা হয় নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম এই অভিযুক্তকে। কেবিনের বাইরে পাহারায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এখন দেখার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে "কাকু" কে আবার কবে জোকা নিয়ে যেতে তৎপর হয় ইডি আধিকারিকরা।